lcd & led tv repair






LED তে কী থাকে ?
  1. MOTHERBOARD - যা বিভিন্ন রকমের হতে পারে)
  2. INVERTER - যা দারা DISPLAY এর LED জালান হয়
  3. POWER SUPPLY
  4. DISPLAY বা PANEL
 MOTHERBOARD ও INVERTER একই BOARD এ থাকতে পারে  এবং POWER SUPPLY ও একই BOARD এ থাকতে পারে , যে কোন LED TV তে UNIVERSAL LED BOARD ব্যাবহার করা যায়, এতে করে আপনাকে আলাদা INVERTER ব্যবহার করতে হবে। ৩২ ইঞ্চি কিংবা ৪২ ইঞ্চি হলে বড় INVERTER ব্যবহার করতে হবে। ছোট হলে ছোট INVERTER ব্যবহার করতে হবে।
POWER SUPPLY ১২ ভোল্ট হতে পারে কিংবা ১৯ ভোল্ট হতে পারে
যেসব POWER SUPPLY,  MOTHERBOARD এর সাথে একই BOARD এ থাকে এদের ভোল্ট থাকে ১২ ও ২৪ ভোল্ট
----------------------------------------------------------
সতর্কতা অবলম্বনঃ  MOTHERBOARD থেকে PANEL কিংবা DISPLAY এর সাপ্লাই ভোল্ট ঠিক করে দিতে হবে নাহলে PANEL কিংবা DISPLAY নষ্ট হয়ে যাবে।
DISPLAY এর সাপ্লাই জানতে হবে DISPLAY এর নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে
ভোল্ট ৩.৩ - ১৫ থেকে ১৯ ইঞ্চি
ভোল্ট ৫ - ১৫ থেকে ২২ ইঞ্চি
ভোল্ট ১২ - ২২ থেকে ৫২ ইঞ্চি
DISPLAY এর সাপ্লাই ভোল্ট সিলেক্ট করতে হয় MOTHERBOARD থেকে JUMMPER এর মাধ্যমে
নিচে ছবিতেঃ
------------------------------------------------------------------
MOTHERBOARD থেকে INVERTER ৩ থেকে ৪ টা কানেকশন দিতে হয়
INVERTER ১ বা ২ ল্যাম্প হতে পারে
৩২ ইঞ্চি DISPLAY বা PANEL গুলোতে LED বা ল্যাম্পে  অনেকগুলো তার থাকে - একটি সাদা তার বাকি কিছু ধূসর তার এইখানে সাদা তারটাকে INVERTER এর B+ কানেক্ট করতে হবে বাকি ধূসর তার গুলোকে কেটে একসাথে জুরে দিয়ে INVERTER এর - পয়েন্টে  কানেক্ট করতে হবে
 INVERTER এর সাপ্লাই গূলো নিচে
  1. ১২ ভোল্ট সাপ্লাই 
  2. গ্রাউন্ড 
  3. BLON (ON/OFF বা STANDBY) 
  4. ADJ (DISPLAY এর লাইট কন্ট্রোল) (এইটা অনেক সেটে লাগে না )


DATA CABLE (MOTHERBOARD থেকে DISPLAY তে )
DISPLAY তে যে BOARD থাকে তাকে T-CON বলা হয় (T-CON হল TIMING CONTROL)
সতর্কতা অবলম্বনঃ DATA CABLE এর সাপ্লাই LEFT কিংবা RIGHT SIDE হতে পারে
নিচে ছবিতে 47 INCH LG এর T-CON যার সাপ্লাই ভোল্ট ১৬ ভোল্ট



DATA CABLE ৫ জোড়া কিংবা ১০ জোড়া হয়ে থাকে
UNIVERSAL LED BOARD থেকে যে কোন DISPLAY এর DATA CABLE কিনতে পাওয়া যায়
SONY কিংবা SAMSUNG কিংবা LG LED TV এর ক্ষেত্রে DATA CABLE এর দাম বেশি

SOFTWARE
সফটওয়্যার
UNIVERSAL LED BOARD গুলোতে সফটওয়্যার দিতে হয় । সফটওয়্যার নির্ভর করে DISPLAY এর ইঞ্চি এর উপর । প্রতিটি DISPLAY তে DISPLAY RESOLUTION থাকে।
যেমনঃ
1024x768 15 TO 22 INCH
1280x1024 22 TO 24 INCH
1366x768 24 TO 32 INCH
1600x1200 40 TO 56 INCH
সতর্কতা অবলম্বনঃ UNIVERSAL LED BOARD যেখান থেকে কিনবেন সেখান থেকে সফটওয়্যার নিয়ে নিন।
সফটওয়্যার UNIVERSAL LED BOARD প্রয়োগ করতে হয় PEN DRIVE এর মাধ্যমে
ধরুন আপনার LED, 1024x768 DISPLAY RESOLUTION বিশিষ্ট তাহলে আপনাকে PEN DRIVE এর মধ্য 1024x768 DISPLAY RESOLUTION এর VST56_4MB.bin ফাইলটি দিতে হবে। তারপর  PEN DRIVE দিতে হবে UNIVERSAL LED BOARD এর USB PORT এ । এখন UNIVERSAL LED BOARD এর POWER ON করতে হবে ২ মিনিট অপেক্ষা করুণ আপনার সফটওয়্যার দেওয়া শেষ ।

মন্তব্যসমূহ