
১। CRT TV তে বর্ষায় নেক বেস ও ফ্লাইব্যাক বা ক্যাপ নষ্ট হওয়া একটি সাধারণ রোগ কিন্তু অনেক সময় হাইভোল্টেজ লিকের কারণে জঙ্গল আইছি বা কন্ট্রোল আই সি এমন কি পিকচার টিউব পর্যন্ত নষ্ট হয়ে থাকে।
২। বর্ষায় চ্যানেল নষ্ট হওয়া একটি কমন রোগ। ডিশের ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিতের কারণে এটি ঘটে থাকে।
৩। যদি ডিশের ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত না হয়ে থাকে তাহলে অন্য কোন টিভির চ্যানেল হতে চ্যানেল দিয়ে ব্যাক কারেন্টের মাধ্যমে চ্যানেল নষ্ট হতে পারে।
কিভাবে বুঝা যাবে?
ধরেন কোন বাড়িতে ডিশের একটি অ্যামপ্লিফায়ার দিয়ে ৫টি ফ্লাটে লাইন দেওয়া রয়েছে। প্রথমত আপনার ডিশের ক্যাবল খুলে টেস্টার দিয়ে চেক করুন। আপনি দেখলেন আপনার টেস্টার জ্বলছে না। এখন আপনাকে অন্য ৪টি ফ্লাটের টিভি গুলো একটি একটি করে অন করতে হবে এবং সাথেই আপনার ঘরে ডিশের ক্যাবেল টেস্টার দিয়ে চেক করতে হবে। দেখতে হবে যে - কোন ফ্লাটের টিভি থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে চ্যানেল নষ্ট করছে।
যে টিভি হতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটিকে নিকটস্থ টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টারে থেকে রিপিয়ার করাতে হবে।
 
 কিভাবে বাচবেন? (Safety)
কাপ্লার বা Dish TV Signal Amplifier বা Thunder Protector For LED/TV & CATV Isolation Protectors
ব্যাবহার করতে পারেন।
কিংবা নিচের ছবির মত নিজে তৈরি করে নিতে পারেন।

৪। এছাড়াও বজ্রপাতের সময় নষ্ট হতে পারে।
বজ্রপাতের সময় টিভি এর ডিস কাবেল ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করুন।
৫।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন